২০২০-২০২১ এবং ২০২১-২০২২ সনে কাশিয়ানী উপজেলায় গুচ্ছাকারে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের নিয়ে ৩১ ডিসেম্বর/ ২০২২ এর মধ্যে সমবায় সমিতি গঠনের নির্দেশনা রয়েছে। সেমোতাবেক প্রতি ঘর থেকে ২ জন সদস্য নিয়ে সমবায় সমিতি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। কাশিয়ানী উপজেলায় আপাতত ১০ থেকে ১১ টা সমবায় সমিতি হতে পারে। সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি ৫০/- এবং ভ্যাট ৮ /- টাকা ব্যতীত অফিসে আর কোন খরচ নেই। এছাড়া সদস্যগণ একটি শেয়ারের নামিক মূল্য ৫০/- টাকা হারে ৩০০০/- টাকার শেয়ার বিক্রয় এবং প্রতি সদস্য অন্তত একটিি শেয়ারের সমপরিমান সঞ্চয় জমা এবং ৫০/- টাকা ভর্তি ফি সমিতিতে জমা করিবেন। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে 01721-920699 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস